Faculty Member Profile

Mohsina Hossain
Associate Professor
Bangla
PhD (Fellow)
01729-995082
mohsina.hossaindu@gmail.com

বাংলা নাট্যসাহিত্য, তুলনামূলক সাহিত্য, লোকসাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন।

প্রকাশিত গবেষণা প্রবন্ধ :
১. সুবোধ ঘোষের ছোটগল্পে গান্ধীবাদী দর্শন ও জাতীয়তাবাদী চেতনা, ভাষা-সাহিত্যপত্র, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৪৮তম সংখ্যা, জুন ২০২২, পৃ. ৬৭-৮০।
২. সেলিম আল দীনের কিত্তনখোলা : বাংলার লোকজ জীবন ও সংস্কৃতির আখ্যান, ভাষা-সাহিত্য পত্রিকা, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তৃতীয় সংখ্যা, এপ্রিল ২০২২, পৃ. ১৩৭-১৫৪।
৩. সুন্দরবনকেন্দ্রিক উপন্যাসে নিম্নবর্গের মানুষ : একটি তাত্ত্বিক পর্যালোচনা, বাংলা একাডেমি পত্রিকা, বাংলা একাডেমি, ৬৫ বর্ষ, তৃতীয় সংখ্যা, জুলাই-সেপ্টেম্বর ২০২১, প্রকাশকাল : সেপ্টেম্বর ২০২১, পৃ. ১১০-১২৪।
৪. বাংলাদেশের ছোটগল্প : প্রসঙ্গ সুন্দরবন, মানববিদ্যা গবেষণাপত্র, কলা অনুষদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, পঞ্চম সংখ্যা, জুলাই ২০২১, পৃ. ৩৪৫-৩৫৮।
৫. শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী : বাঙালি জাতির আত্মকথন, রুদ্র-মঙ্গল, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, মুজিববর্ষ বিশেষ সংখ্যা, প্রকাশকাল : ২০২০-২০২১, পৃ. ১০৫-১১৮।
৬. বাংলাদেশের উপন্যাসে সুন্দরবন সংলগ্ন মানুষের জীবন ও সংস্কৃতির রূপায়ণ, সাহিত্যসন্দর্ভ, বাংলা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় সংখ্যা, প্রকাশসাল ২০২০, পৃ. ১-১৬।
৭. বাদল সরকারের নাটক : প্রসঙ্গ অ্যাবসার্ডিটি, সাহিত্য পত্রিকা, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ষ : ৫৪, সংখ্যা : ৩, জুন ২০১৭, পৃ. ২২৯-২৫১।
৮. হাসান হাফিজুর রহমানের বিমুখ প্রান্তর : স্বদেশের রূপ ও রূপায়ণ, বাংলা একাডেমি পত্রিকা, বাংলা একাডেমি, ৫৮ বর্ষ, তৃতীয় ও চতুর্থ সংখ্যা, জুলাই-ডিসেম্বর ২০১৪, প্রকাশকাল : মে ২০১৭, পৃ. ১৭৩-১৯৯।
৯. সন্তোষকুমার ঘোষের ছোটগল্প : সম্পর্কের টানাপড়েন ও বিচ্ছিন্নতার আখ্যান, ভাষা-সাহিত্যপত্র, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৪১তম সংখ্যা, জুন ২০১৫, পৃ. ৫৩-৬৮।
১০. নুরুল মোমেনের নেমেসিস : বিষয় ও শিল্পরূপ, বাংলা গবেষণা পত্রিকা, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কৃষ্টিয়া, ৮ম সংখ্যা, নভেম্বর ২০১৫, পৃ. ১২৯-১৩৯।
১১. বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে (১৯৪৭-১৯৭১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ভূমিকা, বাংলা গবেষণা পত্রিকা, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কৃষ্টিয়া, ৭ম সংখ্যা, অক্টোবর ২০১৪, পৃ. ৩৪১-৩৪৮।

সম্পাদিত প্রকল্প :
১. 'বাংলাদেশের নাটক (১৯৭২-১৯৮০) : প্রসঙ্গ মুক্তিযুদ্ধ' শিরোনামে ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা মঞ্জুরির আওতায় প্রকল্প পরিচালক হিসেবে গবেষণা প্রকল্প সম্পাদন।
২. 'সুন্দরবন সংলগ্ন প্রান্তিক মানুষের জীবন ও সংস্কৃতি এবং বাংলাদেশের কথাসাহিত্যে এর রূপায়ণ' শিরোনামে ২০১৮-২০১৯ অর্থবছরে বরিশাল বিশ্ববিদ্যালয় জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার কর্তৃক অনুমোদিত গবেষণা মঞ্জুরির আওতায় প্রকল্প পরিচালক হিসেবে গবেষণা প্রকল্প সম্পাদন।

স্নাতকোত্তর গবেষণা তত্ত্বাবধান :
১. সেলিনা হোসেনের নব্বই দশকের উপন্যাস : প্রসঙ্গ ঐতিহ্য ও পুরাণ, মো. মিজানুর রহমান, বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
২. সেলিনা হোসেনের উপন্যাস (১৯৭৩-১৯৯০) : নিম্নবিত্ত নারীর জীবন ও সংগ্রাম, সাদিয়া তাসনিম, বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত গ্রন্থ :
১. শ্রেষ্ঠ গল্প সুবোধ ঘোষ (সম্পাদিত গ্রন্থ), ভাষাপ্রকাশ, অমর একুশে গ্রন্থমেলা ২০১৬, ঢাকা।

গ্রন্থ পর্যালোচনা :
১. 'চিরায়ত কিশোরবেলার অনিন্দ্যসুন্দর ছবি', জলপাইরঙের একটি হেলমেট আর একজোড়া বুট, সাময়িকী (সাহিত্য সাময়িকী), দৈনিক ইত্তেফাক, ২৭ এপ্রিল ২০১৮, সম্পাদক : তাসমিমা হোসেন, ঢাকা।
২. 'চিত্রশিল্পীর চোখে বাংলাদেশের শিল্পকলা', বাংলাদেশের বহুমাত্রিক শিল্পকলা, শিলালিপি (সাহিত্য সাময়িকী) দৈনিক কালের কণ্ঠ, ৮ সেপ্টেম্বর ২০১৭, সম্পাদক : ইমদাদুল হক মিলন, ঢাকা।

অভিজ্ঞতা ও সম্মাননা :
১. চেয়ারম্যান, বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ২২ জুলাই ২০১৮ - ১৪ জুলাই ২০১৯।
২. পিএইচডি ফেলোশিপ, ২০১৯-২০ শিক্ষাবর্ষ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), ঢাকা।
৩. শ্রেষ্ঠ জয়িতা, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, ২০১৯, মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা।
৪. জুরি বোর্ডের সদস্য, 'চ্যানেল আই-ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ' (ভাষা ও সাহিত্য বিষয়ক টেলিভিশন রিয়েলিটি শো), চ্যানেল আই।
৫. বিচারক, 'এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ', বরিশাল আঞ্চলিক পর্যায়।
৬. বিচারক, জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ঢাকা।
৭. আয়োজক কমিটির সদস্য, 'বর্তমান তত্ত্ববিশ্ব ও জীবনানন্দ দাশ' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ২০১৯, জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল।
৮. ডেলিগেট, ‘বাংলার ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ২০১৮, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও 'প্রবহমান বাংলাচর্চা' (ভারত), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।

জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত নিবন্ধ :
১. স্বপ্নযাত্রা, না সলিলসমাধি?, যুগান্তর, বাতায়ন (সম্পাদকীয়), ৪ জুলাই ২০১৯, সম্পাদক (ভারপ্রাপ্ত) : সাইফুল আলম, ঢাকা।
২. চাইলে বাংলায় পড়ে অনেক কিছুই হতে পারো, আমাদের সময়, পড়ার সময়, ২৬ নভেম্বর ২০১৮, সম্পাদক (ভারপ্রাপ্ত) : মোহাম্মদ গোলাম সারওয়ার, ঢাকা।
৩. শিক্ষকরা সৃজনশীল না বুঝলে পড়াবেন কী করে, কালের কণ্ঠ, উপ-সম্পাদকীয়, ১০ সেপ্টেম্বর ২০১৭, সম্পাদক : ইমদাদুল হক মিলন, ঢাকা।
৪. নিশ্চিত হোক নারী কর্মীর নিরাপত্তা, বাংলাদেশ প্রতিদিন, খোলা কলম, ৩০ জুলাই ২০১৭, সম্পাদক : নঈম নিজাম, ঢাকা।
৫. নারীর মজুরীবিহীন শ্রমের স্বীকৃতি মিলবে কবে, কালের কণ্ঠ, উপ-সম্পাদকীয়, ১৩ জুলাই ২০১৭, সম্পাদক : ইমদাদুল হক মিলন, ঢাকা।
৬. সমুদ্রপথে স্বপ্নযাত্রা, না স্বপ্নের সলিলসমাধি?, কালের কণ্ঠ, উপ-সম্পাদকীয়, ৩১ অক্টোবর ২০১৬, সম্পাদক : ইমদাদুল হক মিলন, ঢাকা।
৭. আবেদন ফি নেওয়া কতটা যৌক্তিক, প্রথম আলো, মতামত, ২২ ফেব্রুয়ারি ২০১৬, সম্পাদক : মতিউর রহমান, ঢাকা।
৮. নিজ শহরেই অবহেলিত জীবনানন্দ, কালের কণ্ঠ, উপ-সম্পাদকীয়, ১৭ ফেব্রুয়ারি ২০১৬, সম্পাদক : ইমদাদুল হক মিলন, ঢাকা।
৯. প্রাণঘাতী যৌতুক, অসহায় আমরা, কালের কণ্ঠ, উপ-সম্পাদকীয়, ২৫ জানুয়ারি ২০১৬, সম্পাদক : ইমদাদুল হক মিলন, ঢাকা।
১০. চিরঞ্জীব ইলা মিত্র, সমকাল, উপ-সম্পাদকীয়, ১৮ অক্টোবর ২০১৫, সম্পাদক : গোলাম সারওয়ার, ঢাকা।
১১. ভারী স্কুলব্যাগ : এও কি একটা শাস্তি নয়?, কালের কণ্ঠ, উপ-সম্পাদকীয়, ২৯ আগস্ট ২০১৫, সম্পাদক : ইমদাদুল হক মিলন, ঢাকা।
১২. বেসরকারি শিক্ষা কমিশন হবে কবে?, সমকাল, উপ-সম্পাদকীয়, ২৯ জুলাই ২০১৫, সম্পাদক : গোলাম সারওয়ার, ঢাকা।
১৩. বিদেশে নারী কর্মীর নিরাপত্তা, প্রথম আলো, মতামত, ০৮ জুন ২০১৫, সম্পাদক : মতিউর রহমান, ঢাকা।
১৪. নারীবান্ধব শহর চাই, প্রথম আলো, মতামত, ১৫ মে ২০১৫, সম্পাদক : মতিউর রহমান, ঢাকা।
১৫. ভুভুজেলা ও অন্ধকারে যাত্রা, সমকাল, অন্যদৃর্ষ্টি, ২৭ এপ্রিল ২০১৫, সম্পাদক : গোলাম সারওয়ার, ঢাকা।
১৬. গাইড বইয়ে আটকে যাচ্ছে সৃজনশীলতা, প্রথম আলো, মতামত, ০২ এপ্রিল ২০১৫, সম্পাদক : মতিউর রহমান, ঢাকা।