University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের আয়োজনে ‘মার্কেটিং প্রিমিয়ার লীগ- ২০২৫’

Published: 07-11-2025

latest news

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের আয়োজনে ‘মার্কেটিং প্রিমিয়ার লীগ- ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টটির পর্দা নামে বৃহস্পতিবার (৬ নভেম্বর)। গত ২৬ অক্টোবর টুর্নামেন্টে অংশ নেওয়া ৬ টি দলের মালিকেরা ড্রাফটের মাধ্যমে তাদের দলের খেলোয়াড় নির্বাচন করেন এবং উক্ত ড্রাফটি পরিচালনা করেন বিভাগের শিক্ষক প্রভাষক ড. মো. শাহিনুর রহমান। প্রতিটি দলের মেন্টর এবং খেলোয়াড় হিসেবে ছিলেন একজন করে শিক্ষক। গত ৩০ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম‍্যান ড. মো. আব্দুল কাইয়ুম এবং অন‍্যান‍্য শিক্ষকগণ।

৬টি দলের রুদ্ধশ্বাস লড়াই শেষে ফাইনালে পৌঁছায় ডমিনেটরস একাদশ এবং মার্কেটিং থান্ডার স্ট্রাইকার্স। এদিন ফাইনাল ম্যাচে মার্কেটিং থান্ডার স্ট্রাইকার্স টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সংগ্রহ করে ১৫৯-৫ রান। ১৬০ রানের টার্গেটে ব‍্যাট করতে নেমে ডমিনেটরস একাদশ ১২ ওভারে ১৪৯ রান করতে সক্ষম হয়। এতে করে ডমিনেটরস একাদশকে ১০ রানে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে উঠে মার্কেটিং থান্ডার স্ট্রাইকার্স। শিরোপাজয়ী দল মার্কেটিং থান্ডার স্ট্রাইকার্সের নেতৃত্ব দেন সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন সাব্বির ও রানার্সআপ দলের নেতৃত্বে ছিলেন সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান।

প্লেয়ার অব দ‍্যা ফাইনাল নির্বাচিত হন রাকাইতু হক নাহিদ এবং প্লেয়ার অব দ‍্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রনি ইসলাম।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান ও মো. মহিউদ্দিন সাব্বির, সহকারী অধ্যাপক বঙ্কিম চন্দ্র সরকার, প্রভাষক ড. মো. শাহীনুর রহমান।  এ ছাড়াও টুর্নামেন্ট জুড়ে সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান হোসেন ও সহযোগী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা, সহকারী অধ্যাপক ড. মোসা. শারমিন সুলতানা, সহকারী অধ্যাপক সায়মা আক্তার ও সহকারী অধ্যাপক তাসমিন জাহানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিন খেলার পাশাপাশি আয়োজন করা হয় পিকনিকের, যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।