বরিশাল বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫: মার্কেটিং বিভাগের দ্বিগুণ সফলতা!
Published: 16-01-2025
গত ১৪ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা দেখিয়েছে অসাধারণ পারফরম্যান্স।
⚽ ভলিবল (ছাত্রী) — চ্যাম্পিয়ন
মার্কেটিং বিভাগের ভলিবল ছাত্রীদল প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত খেলেছে। ১ম রাউন্ডে অর্থনীতি বিভাগকে পরাজিত করে। রোড টু ফাইনালে দর্শন বিভাগ ও বাংলা বিভাগকে হারিয়ে তারা ফাইনালে ওঠে। ১৬ জানুয়ারি ২০২৫, ফাইনালে মার্কেটিং ভলিবল ছাত্রীদল দর্শন বিভাগকে টানা দুই সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
🏸 ব্যাডমিন্টন (ছাত্র) — রানার-আপ
তার পাশাপাশি, মার্কেটিং বিভাগের ছাত্ররাও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চমৎকার পারফরম্যান্স দেখিয়ে রানার-আপ হওয়ার সম্মান অর্জন করেছে।
