University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ সংবিধির খসড়া ও এ বিষয়ে মতামত প্রদান

Published: 30-10-2025

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ সংবিধি বিষয়ে কারো (শিক্ষক/শিক্ষার্থী) কোন প্রস্তাবনা থাকলে নিন্মোক্ত খসড়া সংবিধির ভাগ সেকশন উল্লেখপূর্বক নিম্নোক্ত ফরমে আগামী ০৩/১১/২০২৫ তারিখের মধ্যে মতামত প্রদান করা যেতে পারে। উল্লেখ্য, মতামত প্রদানকারীগণ আগামী ০৫/১১/২০২৫ তারিখে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন।

১। কেন্দ্রীয় ছাত্র সংসদ  হল সংসদ সংবিধি (খসড়া)

২। মতামত প্রদানের ফরম